অনলাইন ডেস্ক :
জয় দিয়ে লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। চিলিকে ২-১ গোলে আর্জেন্টিনা আর উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে গোল করেন সুবিয়াব্রে (৩৫ মিনিটে) ও রুবার্তো (৪২ মিনিটে)। অন্যদিকে চিলির হয়ে একমাত্র গোলটি রোসেল (৬১ মিনিটে)।
একই দিনে ভেনেজুয়েলার অন্য একটি স্টেডিয়ামে ফাইনাল পর্বের প্রথম ম্যাচ খেলে ব্রাজিল – উরুগুয়ে। এই ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ব্রাজিলের পেদ্রাে (৭৪ মিনিটে)।
লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে খেলা হয়। গ্রুপ পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে ১০টি দল খেলেছে। প্রতি গ্রুপের সেরা ৩ দল উঠেছে ফাইনাল পর্বে।
ফাইনাল পর্বে কোনো গ্রুপ নেই। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। পয়েন্টের হিসেবে সেরা ৪ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি।
চিলি যদি ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দলের মধ্যে নিজেদের ধরে রাখতে পারে, তাহলে পঞ্চম দলটিও বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করবে।
দুলাল মিয়া :
কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, যুব সমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম বরদার রঞ্জন মাঠে অষ্টগ্রাম ক্রীড়া সংস্থার উদ্যােগে লক্ষ টাকার প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ ২ আগস্ট শনিবার বিকালে টেংকেরপাড় একাদশ বনাম সরাইল উপজেলা একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় সরাইল উপজেলা একাদশ ৩-০ গোলে টেংকেরপাড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করে দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
অষ্টগ্রাম ক্রীড়া সংস্থার সভাপতি হাজী মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুর রহমান ফয়েজ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন (ভিপি জহির), সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি), অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট আমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খাদিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন জানু (শিক্ষক), মোঃ আব্দুস সালাম (শিক্ষক), মোঃ আঃ মতিন আক্কাছ, মোঃ মিজানুর রহমান (শিক্ষক), মোঃ ওসমান গণি, সহ-সভাপতি বশির আহমেদ, মোঃ ফারুক আহমেদ (শিক্ষক), মোঃ হারুন অর রশিদ, মোঃ এনামুল হক বকুল, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, নাজির হোসেন, নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল খায়ের গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আলাল সরকার, তোফায়েল সরকার, আক্তার হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন আনোয়ার, সহ-অর্থ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন (প্রভাষক), ক্রীড়া সম্পাদক মোঃ জামির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ ইউসুফ, আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক ডাঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক ও ধারাভাষ্যকার মোঃ তোফাজ্জল হোসেন, কার্যকরী সদস্য মোঃ আবুল কালাম, এনামুল হক সেলিম, ব্যবসায়ী মোঃ শাকিল আহমেদ, প্রবাসী আব্দুল মন্নাফ, প্রবাসী মোঃ শাহ আলম, মাঠ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবু আলী, মোজাহিদুল ইসলাম সেলিম, সফর আলী, জালাল মিয়া, আব্দুল হালিম, সার্ভেয়ার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুর রহমান ফয়েজ এর সৌজন্যে প্রথম পুরস্কার (চ্যাম্পিয়ন ট্রফি) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল খায়ের গাজীর সৌজন্যে রানার আপ এর ট্রফির ব্যবস্থা করা হয়।
পরে অতিথিবৃন্দ, সরাইল উপজেলা একাদশকে প্রথম পুরস্কার (চ্যাম্পিয়ন ট্রফি) এবং টেংকেরপাড় একাদশকে রানার আপ ট্রফি প্রদান করেন।
চলারপথে রিপোর্ট :
সরাইল উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর লাঠি খেলা। লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়েনের তেরোকান্দা গ্রামের একটি বাড়িতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলা।
খেলায় ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে তরুণ ও বর্ষিয়ান লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।
এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। কালক্রমে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের নারী-পুরুষ। গ্রামীন এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন দর্শনার্থীরা। বিকেল থেকে সন্ধ্যা অবধি চলা লাঠিখেলায় উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে।
অনলাইন ডেস্ক :
শেষ ম্যাচে কোমোকে ২-০ ব্যবধানে হারালেও ১ পয়েন্ট পিছিয়ে থাকার আক্ষেপে-ই পুড়তে হলো ইন্টার মিলানকে। গতকাল ২৩ মে শুক্রবার রাতে অপর ম্যাচে ক্যালিয়ারির বিপক্ষে ২-০ গোলের জয়ে সিরি আ শিরোপা নিজেদের করে নিলো নাপোলি। গত তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় বারের মতো সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি। শিরোপা নিশ্চিতের ম্যাচে নাপোলির হয়ে গোল দুইটি করেন স্কট ম্যাকটনিমে ও রোমেলু লুকাকু।
সিরি আ’র শিরোপা নির্ধারণ হলো একেবারে শেষদিকে গিয়ে। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নাপোলি। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট ছিল ইন্টারের। শেষ ম্যাচে নাপোলি কোনোভাবে পয়েন্ট হারালেই সুযোগ পেয়ে যেত ইন্টার। তবে তাদের সে সুযোগ দেয়নি ম্যাকটনিমে-লুকাকুরা।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে দলকে লিড এনে দেন ম্যাকটনিমে। মাতেও পলিতানোসের ক্রস গোলবার থেকে ছয় গজ দূরত্বে পেয়ে দারুণ এক বাইসাইকেল কিকে জাল খুঁজে নিয়ে সমর্থকদের উল্লাসে মাতান স্কটিশ মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বেলজিয়ান তারকা লুকাকু। ডিফেন্ডার আমির রহমানির লম্বা পাস মাঝমাঠ থেকে দখলে নিয়ে ক্যালিয়ারির ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান।
শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় নাপোলি। জিতে নেয় নিজেদের চতুর্থ লিগ শিরোপা। গত তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় বারের মতো সিরি আ’য় চ্যাম্পিয়নের স্বাদ পেলো দলটি।
স্পোটর্স ডেস্ক :
প্রথমার্ধে গোলের জন্য ১৩টি শট নিয়েছে আর্জেন্টিনা। ৩টি পোস্টে রাখতে পারলেও গোল হয়নি। বিরতির পর নিকো গঞ্জালেস একবার চিলির ক্রসবারও কাঁপিয়েছেন। ভাগ্য সহায় হয়নি আর্জেন্টিনার। শুধু তা ই নয়, ৩৭তম জন্মদিনের কেক কেটে মাঠে নামা লিওনেল মেসিও ৬৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এভাবে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত গোল এনে দিয়েছেন লাওতারো মার্তিনেজ। চিলির বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
২০২২ বিশ্বকাপে একের পর এক মিস করে আর্জেন্টিনার সমর্থকদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন লাউতারো মার্টিনেজ। তবে বিশ্বকাপের পর নিজেকে ঠিকই ফিরিয়ে এনেছেন চেনা ছন্দে। চলতি বছর ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরিআ জয় করেছেন। যেখানে লাউতারো হয়েছেন বর্ষসেরা স্ট্রাইকার। তবু কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে জায়গা মেলেনি তার।
প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার। সেখান থেকেই এলো জয়সূচক গোল।
১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট।
তবে আর্জেন্টিনাকে এই ম্যাচে অনেকটা সময় পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। অভিষেকের পর থেকেই হয়ে উঠেছেন আর্জেন্টাইন ফুটবলের ত্রাতা। কোপা আমেরিকা বা বিশ্বকাপে তার অতিমানবীয় গোলকিপিং সহজে ভুলতে চাইবে না আর্জেন্টিনার সমর্থকরা। সেই এমি মার্টিনেজই আরও একবার আর্জেন্টিনার মান বাঁচালেন আজ।
প্রথমার্ধে গোলবারের নিচে একেবারেই অলস সময় পার করেছিলেন এমি মার্টিনেজ। কিন্তু দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় পার করেছেন ব্যস্ত সময়। দ্বিতীয়ার্ধের ৭২ এবং ৭৬ মিনিটে রদ্রিগো এচিভেরিয়া দুই দফায় জোরালো শট করেছিলেন। তবে এমি মার্টিনেজের বিশ্বস্ত হাত বাঁচিয়ে দেয় দলকে।
১-০ গোলের এই স্কোরলাইনে অবশ্য প্রমাণ করা কষ্ট, ঠিক কতটা দাপুটে ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা আজ। গোলমুখে চিলির ৩ শটের বিপরীতে তারা নিয়েছে ২২ শট। ৬টি বিগ চান্স সামনে এসেছিল। ৯টি শট ছিল অন টার্গেট। কিন্তু চিলির গোলবারের নিচে ছিলেন ক্লদিও ব্রাভো। ৪১ বছরের অভিজ্ঞ এই গোলরক্ষক যেন চীনের মহাপ্রাচীর হয়ে ছিলেন আর্জেন্টিনার সামনে।
টানা আক্রমণ করেও ওই এক ব্রাভোর কারণেই গোল পায়নি আর্জেন্টিনা। প্রথমার্ধ পার হয়েছে গোল না পাওয়ার হতাশায়। উপরন্তু ৩৭ মিনিটে লিওনেল মেসির দূরপাল্লার শট বারে লেগে চলে যায় বাইরে। হতাশার মাত্রা তাতে আরও বেড়েছে। দ্বিতীয়ার্ধেও নিকো গঞ্জালেসের জোরালো শট ব্রাভোর হাত হয়ে লাগে ক্রসবারে।
বিপরীতে চিলিকে সেই অর্থে সুযোগই দেয়নি আর্জেন্টিনা। মাঝমাঠে রদ্রিগো ডি পল আর ডিফেন্সে রোমেরো-লিসান্দ্রো মার্টিনেজ জুটি ঠেকিয়েছে একের পর এক আক্রমণ। শেষদিকে আনহেল ডি মারিয়া মাঠে নামলে গতি পায় আলবিসেলেস্তেদের আক্রমণ। যোগ করা সময়ে ৪র্থ মিনিটে এই ডি মারিয়াই সহজ এক সুযোগ তৈরি করে দেন লাউতারোর উদ্দেশে। যদিও সেই সুযোগ অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন চিলি গোলরক্ষক।
আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের ৪৬ বছর পূর্তির দিনে চিলির বিপক্ষে প্রতিশোধও নেওয়া হলো তাদের। নিউ জার্সির এই মাঠেই ২০১৬ কোপা আমেরিকা ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই হারের পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে সাত সপ্তাহ পরই সিদ্ধান্ত পাল্টে ফিরেছিলেন জাতীয় দলে। বাকিটা সবার জানা।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পরের ম্যাচ পেরুর বিপক্ষে। ৩০ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে তারা।
অনলাইন ডেস্ক :
ঘরোয়া কিংবা মহাদেশীয় লিগ, চলতি মৌসুমে সব জায়গাতেই যেন লিভারপুলের জয়জয়কার। ঘরোয়া সবচেয়ে বড় প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগেও উড়ন্ত লিভারপুলের কেউই নাগাল পাচ্ছে না। মহাদেশীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচের ৭টিতে জিতেছে আর্নে স্লটের দল। এখানেও লিভারপুল শীর্ষে। ২১ জানুয়ারি মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিলেকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ফরাসি ক্লাবটির বিপক্ষে এই জয়ে টুর্ণামেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে অলরেডরা।
৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থান দখল করেছে।
ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমে লিড নেয় লিভারপুল। ৩৪ মিনিটে গোলটি করেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স এটি মিশরীয় ফরোয়ার্ডের ৫০তম গোল। কার্টিস জোনসের লম্বা পাস থেকে বল নিয়ে বাঁকানো শটে লিলের গোলরক্ষক লুকাস চেভালিয়েরকে পরাস্ত করেন সালাহ। ১-০ তে পিছিয়ে থাকা অবস্থায় ৫৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিলে। লিভারপুলের ফরোয়ার্ড লুইস দিয়াজকে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন এইশা মান্দি।
একজন কম নিয়ে খেলেও সমতায় ফেরে লিলে। তাও আবার ১০ জনের দলে পরিনত হওয়ার ৩ মিনিট পরই। সফরকারীদের হয়ে গোলটি করেন জোনাথন ডেভিড (৬২ মিনিটে)। ৬৭ মিনিটে লিভারপুলকে আবার এগিয়ে দেন বদলি খেলোয়াড় হারভি এলিয়ট। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।
যোগ করা সময়ে আরো একবার লিলের জালে বল জমা করে লিভারপুল। উদযাপনও করে ফেরেন লিভারপুলের দারউইন নুনেজ। তবে অফসাউডের কারণে রেফারি গোলটি বাতিল করে দেন।
গ্রুপ পর্বে আগামী ২৯ জানুয়ারি লিভারপুরের শেষ ম্যাচ পিএসভি আইন্ডহোভেনের বিপক্ষে। লিলে তাদের গ্রুপপর্বের ফাইনাল ফেয়েনর্ডের বিপক্ষে খেলবে।