ঐতিহ্যবাহী মহিষের লড়াই

সারাদেশ, 20 February 2025, 19 Views,

অনলাইন ডেস্ক :
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের দারোগা বাঁধ সংলগ্ন বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সোহেল মিরা এবং হেলাল সরদারের দুটি বলি মহিষ অংশ নেয়। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছ্বসিত ছিলো দর্শকরা।

banner

স্থানীয়রা জানায়, বলি মহিষ দুইটি ছিলো প্রচন্ডভাবে তেজী। প্রথম থেকেই আক্রমণ। যেন একে অপরকে হারানোর জন্য আপ্রান চেষ্ট করছে। থেমে থেমে লড়াই করেছিল। প্রায় ১০ মিনিটের লড়াইয়ে হেলাল সরদারের বলি মহিষটিকে হরিয়ে সোহেল মিরার বলি মহিষ বিজয় হয়। পরে মালিকপক্ষ মহিষ দু’টি নিয়ে চলে যায়।

আগে গ্রামবাংলার প্রায় সব অঞ্চলে মহিষের লড়াই আয়োজন করা হতো। এতে মালিকরা তাদের বলি মহিষকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তত করতেন। লড়াইয়ের অংশ নেওয়া মহিষদের গায়ে সরিষার তেল মালিশ করা হতো। এছাড়া খাওয়ানো হতো পুষ্টিকর খাবার এমটাই জানিয়েছেন প্রবীণরা।

অনেকেই মনে করেন, ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এতে গ্রামীণ সংস্কৃতি বাঁচিয়ে রাখার পাশাপাশি স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ তৈরি হবে।

মহিষের লড়াই দেখতে আশা ইমরান বলেন, এক সময় গ্রামবাংলার এমন প্রতিযোগিতা মহিষের লড়াই ছিলো। এখন আর সচারাচর এমন লড়াই দেখা যায় না। অপর এক যুবক বলেন, মহিষের লড়াই গ্রাম বাংলার ঐতিহ্য। শৈশবে আমরা এমন লড়াই দেখেছি। মহিষের লড়াই হবে তা শুনে দেখতে এলাম। দীর্ঘদিন পর আবারও এই দৃশ্য দেখে দারুণ লেগেছে।

লড়াইয়ে অংশ নেয়া বলি মহিষের মালিক হেলাল সরদার বলেন, তার বাড়িতে অনেক মহিষ রয়েছে। প্রায়ই বলি মহিষের সাথে লড়াই দেয়া হয়। সোহেল মিরা জানান, শান্তিুপূর্ণ পরিবেশে মহিষের লড়াই সম্পন্ন হয়েছে। তবে এ লড়াইয়ে তার বলি মহিষটি বিজয় হয়েছে।

ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।

Leave a Reply

নাসিরনগরে শহীদ মিনারে বিএনপির সংঘর্ষে সাংবাদিকসহ…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম Read more

বিজয়নগরে দুই পক্ষে সংঘর্ষে আহত ২

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে Read more

অমর একুশে ফেব্রুয়ারি আজ

অনলাইন ডেস্ক : অমর একুশে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের Read more

সিলেট প্রদেশের দাবিতে লন্ডনে গ্রেটার সিলেট…

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে : “সিলেট বিভাগ নিয়ে কোনো Read more

গ্যাসকূপ পুনঃখনন ও গ্যাসের দাবিতে কসবায়…

চলারপথে রিপোর্ট : দেশের গ্যাসকূপ বন্ধ রেখে ভারতকে সুবিধা না Read more

কুমিল্লায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

অনলাইন ডেস্ক : কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক সন্তানের জননী ডলি Read more

কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রায় ১৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু Read more

ঐতিহ্যবাহী মহিষের লড়াই

অনলাইন ডেস্ক : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। Read more

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে ইয়াবা বিক্রির টাকা নিয়ে ভয়াবহ সংঘর্ষে Read more

দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া Read more

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষতা বৃদ্ধি ও আত্মোন্নয়নের লক্ষ্যে…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান Read more

হানি ট্রাপ চক্রের ছয় সদস্য আটক

সারাদেশ, 22 January 2025, 167 Views,

অনলাইন ডেস্ক :
চৌগাছা উপজেলার বিভিন্ন স্থানে দুইদিন ধরে অভিযান চালিয়ে ‘হানি ট্রাপ’ চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃতরা হলেন, চৌগাছা পৌর এলাকার জনৈক সাইফুলের বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেনের স্ত্রী রূপালী খাতুন (৩৫), চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে নান্নু মিয়া (৩৩), তার স্ত্রী জাকিয়া সুলতানা (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৯), যশোরের চৌগাছা উপজেলার মনমতপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৩৯) ও একই গ্রামের আবদুল মান্নানের ছেলে হৃদয় মহিফুল (৩৯)। মঙ্গলবার ও বুধবার দুইদিন ধরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

banner

যশোর ডিবি পুলিশ এক প্রেসনোটে জানান, আটককৃতরা চৌগাছা উপজেলার রুস্তমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবদুর রহমানকে ‘হানি ট্রাপের’ মাধ্যমে আটকে রেখে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ চাচ্ছিল। এ ব্যাপারে আবদুর রহমানের ভাই মোস্তাক হোসেন চৌগাছা থানায় অভিযোগ করে। যশোরের পুলিশ সুপার এ বিষয়টি তদন্ত করার জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন।

ডিবি পুলিশ জানায়, দায়িত্ব পেয়েই ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার চৌগাছা থানার চাঁদআফরা গ্রামে অভিযান চালিয়ে ‘হানি ট্রাপের’ শিকার আবদুর রহমানকে উদ্ধার করে। পরে বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হানি ট্রাপ টিমের ছয় সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সবাই আবদুর রহমানকে আটকে রেখে মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে আবদুর রহমানের ভাই মোস্তাফ হোসেন বাদি হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশের এসআই বিপ্লব জানান।

বয়লার বিস্ফোরণে দুইজন নিহত

সারাদেশ, 14 January 2025, 251 Views,

অনলাইন ডেস্ক :
ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। এতে আরো দুইজন আহত হয়েছেন।

banner

আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।

স্থানীয়রা জানান, স্থানীয় মিজানুর রহমানের ডিজাইন কারখানার বয়লারে বিকেলে কাঠে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ বয়লার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম কুমার মারা যান। এসময় দুই শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। বয়লারে অতিরিক্ত তাপ দেয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

তিন মাদক কারবারি গ্রেফতার

সারাদেশ, 29 January 2025, 124 Views,

অনলাইন ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গায় ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

banner

আটককৃত মাদক কারবারীরা হল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী বাঙ্গাল কান্দা গ্রামের সোহেল শেখ (২৮), জুলহাস মুন্সি (২০)ও রমজান মুন্সী (২২)।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট কার্টুনে মোড়ানো ৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে । তাদের আজ ২৯ জানুয়ারি বুধবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

স্বেচ্ছায় রক্তদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সারাদেশ, 18 January 2025, 203 Views,

চলারপথে রিপোর্ট :
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান এবং জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

banner

আজ ১৮ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ কর্মসুচি তিনটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিনী সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: আব্দুল লতিফ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচিতে শতাধিক যুবক ও শিশু-কিশোর অংশগ্রহন করেন।

বিজিবির অভিযানে ২০ কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, 4 January 2025, 293 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অভিযানে গত ডিসেম্বর মাসে ২০ কোটি টাকা মূল্যের ভারতীয় ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

banner

৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ডিসেম্বর মাসে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০,১৮,৩২,৫২৯ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ উদ্ধার করা হয়।

এর মধ্যে রয়েছে ১৯,৪৫,০৯,৬৭৯ টাকা মূল্যের চোরাচালানী মালামাল এবং ৭৩,২২,৮৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে- ১৬,১০০ পিস, সিটি গোল্ড চেইন- ১,৩৭,৯৭৬ পিস, চশমা/সানগ্লাস ২০,৫২৪ পিস, প্রসাধনী সামগ্রী- ৭৭,২০১ পিস, ইনজেকশন/ঔষধ- ৭৪,৪১৯ পিস, পাওয়ার ব্যাটারী- ৯৬,০০০ পিস, শাড়ী- ৫২৮ পিস, থ্রি-পিস- ১০০টি, হাজী রুমাল- ৩২,২০৩ পিস, সিগারেট- ১,৩৯,৮০০ পিস, জর্জেট থান কাপড়- ২৫৪৮ মিটার, ডেন্টাল গার্ড- ৩৭,৩২০ পিস, চকলেট- ২৫,৬৫৫ পিস, ভারতীয় ওটস্- ৪৬৩ কেজি, কিসমিস- ৩০০ কেজি, উলের শাল- ৮০ পিস, মোবাইল ফোন- ১২ পিস, রসুন- ৯৫ কেজি এবং চিনি- ১৫০ কেজি।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোন প্রকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য অবৈধভাবে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।