চলারপথে রিপোর্ট :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে মাদকসহ নারীকে আটক করেছে বিজিবি। আজ ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তের গৌরাঙ্গলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম জাবের বিন জব্বার।
তিনি জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তের গৌরাঙ্গলা এলাকা থেকে ৬ কেজি গাঁজা এবং ২ বোতল ইস্কাফ সিরাপসহ নারী মাদক চোরাকারবারি রোকসানাকে (৪২) আটক করা হয়েছে। আটক নারীর বাড়ি বুড়িচং উপজেলার দক্ষিণ শাহ দৌলতপুর গ্রামে।
তিনি আরো বলেন, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার জেলা ঈদগাহ ময়দানে চরমোনাইর মাহফিলের নমুনায় ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। এতে বৃহস্পতিবার বাদ যোহর উদ্বোধনী বয়ান হবে। ৩ দিনব্যাপী মাহফিলের মূল মধ্যমণি হিসেবে করবেন আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই (৩য় দিন), নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই (২য় দিন), জামিয়া ইউনুছিয়ার মুহতামিম মুফতি মুবারকুল্লাহ দা.বা., জামিয়া দারুল আরকামের মুহতামিম আল্লামা শায়খ সাজিদুর রহমান দা.বা. ও পীর চরমোনাই রহ. -এর সাহেবজাদা মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের দা.বা. (১ম দিন)। 25068322আরো বয়ান করবেন পীর চরমোনাই রহ. -এর অন্যতম খলিফাত্রয় হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পীর খুলনা, আল্লামা নূরুল হুদা ফয়েজী পীর কারীমপুর ও মাওলানা আব্দুল মজিদ পীর মোড়েলগঞ্জ। এছাড়াও মাহফিলে পীর মাশায়েখ ও খ্যাতিমান ওলামায়ে কেরাম বয়ান করবেন। উক্ত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে ৩ দিনের প্রয়োজনীয় বেডিং/ছামানা নিয়ে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন বামুকের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আবু ছালেহ ও মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম ওয়ালী প্রমুখ।
https://www.profitablecpmrate.com/ituzvky0w?key=629d3cad52ec93612199eb57d46d63c7
মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সচিব হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এসব তথ্য জানানো হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ৩৭ রকমের সবজি, বাংলা ও ইংরেজিতে নাম লেখা। টেবিলে সাজানো সবজি ঘিরে শিক্ষার্থীদের ভিড়। কেউ খাতায় লিখছে, কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করছে। উপস্থিত শিক্ষার্থীদেরকে এসব সবজি নিয়ে ধারণা দিচ্ছেন শিক্ষকগণ।
আয়োজনের নাম ‘সবজি দেখে লিখবো খাতায়’। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আখাউড়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ জানুয়ারি সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সবজি নিয়ে লিখিত পরীক্ষায় বসে। তিনটি কক্ষে প্রায় দেড়শ’ শিক্ষার্থী ৫০ নম্বরের পরীক্ষায় অংশ নেয়। পরে তাদেরকে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি পুরস্কার দেওয়া হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির নয়জন শিক্ষার্থী পুরস্কায় পায়। বেলা ১২টা তেকে ২টা নাগাদ চলে এ আয়োজন।
এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দীন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ার হোসেন শামীম, ফরহাদুল ইসলাম, আশীষ সাহা প্রমুখ।
প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, ‘আয়োজনটি শিক্ষার্থীরা বেশ উপভোগ করেছে। তারা সবজি দেখে তাৎক্ষনিকভাবে বাংলা ও ইংরেজিতে নাম, গুনাগুন লিখে আমাদেরকে অবাল করে দিয়েছে। আয়োজনটির জন্য শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা।’
প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দীন বলেন, ‘সবজির প্রতি শিশুদের আগ্রহ কম। এ আয়োজনের মধ্য দিয়ে শিশুরা সবজি সম্পর্কে যেমন ধারণা পাবে তেমনিভাবে খাওয়ার প্রতিও আগ্রহ বাড়বে। আয়োজনকে ঘিরে শিশুদের স্বতস্ফূর্ততা ছিলো চোখে পড়ার মতো।’
ইউএনও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন খুবই ব্যতিক্রম। শিশুদের মেধা ও মননশীলতার বিকাশে আয়োজনটি কাজে লাগবে।
চলারপথে রিপোর্ট :
রাজধানীর সোনারগাঁহ প্যান প্যাসিফিক হোটেলে মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৪ অনুষ্ঠান ৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর ও অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনকে মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৪ প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে ডায়াবেটিক সমিতির চিকিৎসা সেবার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াসহ আশেপাশের জেলা থেকেও এই প্রতিষ্ঠানের সেবা নিতে আসছে।
পটুয়াখালী প্রতিনিধি :
গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নে ফেয়ার কার্ডের চাল নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য লোকমান এবং ফেয়ার কার্ড চালের ডিলার সাগর হোসেন দুদা মিয়ার বিরুদ্ধে। ফেয়ার কার্ডের ডিলার ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক।
আজ ১৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে ইউনিয়নের ৮ ও ৪ নং ওয়ার্ডে চাল বিতরণ শুরু হয়। ফেয়ার কার্ডধারীদের জন্য নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে মাত্র ২৬ কেজি ৫০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছিল। চালের ওজনে কম দেওয়ার বিষয়টি দ্রুতই জনমনে ক্ষোভ সৃষ্টি করে এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হইচই শুরু করলে হঠাৎ করেই সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।
সেনাবাহিনী চালের বস্তা পরীক্ষা করে অনিয়ম প্রমাণ পায়। তারা দেখতে পান ৩০ কেজির চালের বস্তায় প্রকৃতপক্ষে ২৬ কেজি চাল দেওয়া হচ্ছে। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও গলাচিপা থানা অফিসার ইনচার্জকে অবহিত করে।
পরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সেনাবাহিনী ডিলার সাগর হোসেন দুদা মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনী জানায়, যেসব কার্ডধারীরা এখনো চাল পাননি, তাদেরকে পরবর্তীতে যথাযথ নিয়মে চাল বিতরণ করা হবে।
সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতিমধ্যে উপজেলা শ্রমিক অধিকার পরিষদ থেকে সাগর হোসেন দুদু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগীরা অনিয়মের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি চালানোর দাবি জানিয়েছেন।
অনলাইন ডেস্ক :
মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নারী ও তার সাত মাস বয়সী কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নারী আওয়াল মোল্লার স্ত্রী সেতু (৩০)। শিশুর নাম আনিশা (৭ মাস)।
মৃতের ভগ্নিপতি মো. রিপন বিশ্বাস জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। কোলে থাকা শিশুকন্যা আনিশাও মায়ের সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে আসে।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে তারা মৃত্যুবরণ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।