ভালুকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সারাদেশ, 26 January 2025, 499 Views,

আল আমিন, ভালুকা:
ময়মনসিংহের ভালুকায় ২ হাজার ৫ শত রোগীকে সেবা ও মেডিসিন প্রদানের মাধ্যমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডেওয়াতলী গ্রামে মরহুম আলহাজ্ব আ. হেলিম মন্ডল (হলু) এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৪ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়।

banner

সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও হবিরবাড়ী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে, স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসক ডা. নুসরাত নাঈমা, ডা. রোমানা বারী নিপা, ডা. তাকিয়া, মেডিসিন ও শিশু রোগের চিকিৎসক ডা. হাসান মাহমুদ, ডা. আলিফ আহাম্মেদ, নিউরো মেডিসিন রোগের চিকিৎসক ডা. ক্যাপ্টেন এম এ সালাম আকন্দ, মেডিসিন ও চর্ম রোগের চিকিৎসক ডা. সঞ্জয় সিকদার, ডা. ফরহাদুজ্জামান, হৃদরোগের চিকিৎকস ডা. রিয়াদু সানী, চক্ষু রোগের চিকিৎসক ডা. আবিদ মজিদ ও দন্তরোগের চিকিৎসক ডা. উমাইয়া সুলতানা উর্মির সমন্বয়ে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার পাঁচশ’ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহ মেডিসিন প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা গ্রহণের জন্য আগতদের মাঝে পাঁচশ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পেইন চলাকালীন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, ইউনিয়ন বিএনপি সভাপতি মো: আব্দুস সালাম, মোস্তফা কামাল, সফিউল্লাহ আনসারী, শফিকুল ইসলাম সবুজ, এম এইচ এম মামুন প্রমুখ।

হবিরবাড়ী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক সোহেল ও সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এমডি এডিশনাল এসপি আবু সুফিয়ান জানান, আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা প্রতি বছরেই এই আয়োজন করে থাকি, আগামীতে আরো বড় পরিসরে করার ইচ্ছে রয়েছে।

Leave a Reply

প্রতিপক্ষের হামলায় নারী নিহত, দুইজন আটক

চলারপথে রিপোর্ট : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খাইরুন Read more

গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : গাজীপুরে আনিসুর রহমান হত্যার মামলার আসামি ভাগিনা Read more

সদর মডেল থানায় যোগদান করেই কঠোর…

সঞ্জীব ভট্টাচার্য্য : আজহারুল ইসলাম সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফ্ল্যাট বাসা থেকে শরীর মীর (৪০) নামের Read more

নাসিরনগরে বাবাকে হত্যার ঘটনায় ছেলে আটক

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে আলম মিয়া (৬০) নামের এক ব্যবসায়ী Read more

আখাউড়ায় খেলাফত মজলিসের প্রার্থীর মতবিনিময়

মোঃ ইসমাইল: ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা-আখাউড়া) আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী Read more

৫০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ৫০ কেজি গাঁজা ও ১টি সিএনজি উদ্ধারসহ Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, জলবিদ্যুৎ কেন্দ্রের…

অনলাইন ডেস্ক : বর্ষার শেষপ্রহরে নেমে আসা অবিরাম বৃষ্টি ও Read more

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার নতুন ওসি আজহারুল…

চলারপথে রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে Read more

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে…

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐতিহাসিক Read more

কুমিল্লার দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চলারপথে রিপোর্ট : কুমিল্লার দাউদকান্দি বারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) Read more

মেক্সিকোতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১০জন…

অনলাইন ডেস্ক : মেক্সিকোর আটলাকোমুলকো শহরে একটি পণ্যবাহী ট্রেন ও Read more

IAHS এর এমবিবিএস কোর্সের ১ম বর্ষের অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সারাদেশ, 19 June 2025, 338 Views,

সঞ্জীব ভট্টাচার্য্য :
বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ Institute of Applied Health Science (IAHS) এর MBBS COURSE এ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান গত ১৭ জুন ২০২৫ সকাল সাড়ে ৯টায় এনেক্স ভবনের চতুর্থ তলায় হল রুমে অনুষ্ঠিত হয়।

banner

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংযুক্ত হওয়ার মাধ্যমে সূচনা করা হয়।

অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমাপ্তির পরবর্তিতে পবিত্র গ্রন্থ আল কোরান পাঠের মাধ্যমে আইএএইচএস কর্তৃক আয়োজিত নবীন বরণ, শিক্ষাবর্ষঃ ২০২৪-২০২৫ খ্রিঃ এর শুরু হয় এবং আইএএইচএস এর রূপকার জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের স্মৃতিতে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আইএএইচএস এর গভর্ণিং বডির চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম এর স্থলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. রমা বড়ুয়া, বিভাগীয় প্রধান, এনাটমি, আইএএইচএস।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ শফিউল হাসান, বিভাগীয় প্রধান, সাইকিয়েট্রি বিভাগ, আইএএইচএস, অধ্যাপক ডা. বদিউল আলম, একাডেমিক কোঅরডিনেটর ও বিভাগীয় প্রধান, সার্জারি, আইএএইচএস, অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, আইএএইচএস এবং ডা. সুব্রত কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বায়োকেমিস্ট্রি বিভাগ, আইএএইচএস ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ , অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপকগণ নবীনদের উদ্দেশে মেডিক্যাল কারিকুলামের বিশাল পরিধিনিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

উপস্থিত অভিভাবকবৃন্দদের সন্তানের প্রতি সচেতনতামূলক আচরণের পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরনের পাশাপাশি সকল শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক মণ্ডলীর মাঝে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও নবীন-প্রবীণ দেশী বিদেশী শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দগণ উক্ত নবীন বরণ অনুষ্ঠানে তাঁদের অনুভুতির কথা বাংলা ও ইংরেজি ভাষায় ব্যক্ত করেন। সবশেষ সভাপতি সবাইকে ধন্যবাদ ও আইএএইচ এ আবারও আমন্ত্রণ জানিয়ে মনোজ্ঞ নবীন বরণ অনষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সারাদেশ, 28 January 2025, 467 Views,

অনলাইন ডেস্ক :
নাটোরে হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। নাটোর শহরের কানাইখালী এলাকায় টিএফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফরমান খান চৌধুরি ওরফে সৈকত চৌধুরী জেলার মোট এক’শ ২০ জন অংশগ্রহণকারী হাফেজকে নিয়ে ২১ জানুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু করেন। বিজ্ঞ বিচারকমন্ডলী দ্বারা পরিচালিত তিনটি ধাপে প্রতিযোগিতায় বাছাই শেষে ২০ জন অংশগ্রহণকারী চূড়ান্ত পর্বে অংশ নেন।

banner

আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার সমাপনী প্রতিযোগিতায় চূড়ান্তভাবে প্রথম বিজয়ী হয় লালপুর উপজেলার ফুলবাড়ী এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ ইয়াছিন আলী।

পুরস্কার হিসেবে পান ৫০ হাজার টাকাসহ আকর্ষণীয় আরো পুরস্কার। এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ২৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা।

অন্যান্য অংশগ্রহণকারী সকলের জন্য ছিলো ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার।

পরে সমাপনী প্রতিযোগিতার প্রধান বিচারক ও প্রধান অতিথী মাওলানা মুফতি মিজানুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

টিএফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি ফরমান খান চৌধুরির সভাপতিতে অনুষ্ঠানে ডাঃ আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জিল্লুর রহমান খান চৌধুরি বাবুল ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবসহ জেলার বিভিন্ন মাদ্রাসার সুপারও আলেমগণ উপস্থিত ছিলেন।

আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

সারাদেশ, 22 February 2025, 376 Views,

চলারপথে রিপোর্ট :
শ্রীনগরে আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার খাহ্রা-চুড়াইনে আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সেলিম খান।

banner

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।

এ সময় অতিথি ছিলেন, কলেজ গভর্নিং বডির বিদোৎসাহী সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দাতা সদস্য গাজী শফিউদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি মাহাবুবুর রহমান।

প্রতিযোগিতায় ১০টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘গোলক নিক্ষেপ ও দৌড় প্রতিযোগিতা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

কসবায় স্ত্রী-শ্যালিকা খুন : অভিযুক্ত স্বামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

কসবা, সারাদেশ, 4 March 2025, 546 Views,

স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সামিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

banner

আজ ৪ মার্চ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।

৭ লাখ টাকা মূল্যের জালনোটসহ একজন গ্রেফতার

সারাদেশ, 28 August 2025, 142 Views,

অনলাইন ডেস্ক :
বগুড়ার শিবগঞ্জে ৭ লাখ টাকা মূল্যের জালনোটসহ মো. রিয়াজুল ইসলাম (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

banner

জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বৃহস্পতিবার রাতে মুরাদপুর গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় একটি স্কুল ব্যাগ থেকে ১৪০০টি ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৭ লাখ টাকা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, জালনোট বহনের অভিযোগে রিয়াজুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।