অনলাইন ডেস্ক :
মুখের ছবির পরিবর্তে আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে হিজাবধারী পর্দানশীন নারীরা যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। পর্দানশীন মহিলা আনজুমান’র ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির যশোর শাখার সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আটকে রাখা হয়েছে। এ কারণে শিক্ষাক্ষেত্রেও তারা বঞ্চিত হচ্ছেন।
বক্তারা দাবি করেন, চেহারা ও ছবি দেখে পরিচয় শনাক্তের সেকেলে পদ্ধতি বাতিল করতে হবে। একই সাথে ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি চালুর দাবি করেন তারা। নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় নারী সহকারী রাখা বাধ্যতামূলক করারও দাবি করেন বক্তারা।
মানববন্ধন শেষে এসব দাবিতে জেলা নির্বাচন অফিসার ও জেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
অনলাইন ডেস্ক :
নাটোর সদর উপজেলায় ২০০ বছরের ঐতিহ্যবাহী গাঁওয়ালী শিরনি উৎসব অনুষ্ঠিত হয়েছে। চাল, ডাল দিয়ে রান্না করা এ শিরনি খেতে হাজারও মানুষের সমাগম ঘটে।
আজ ৬ জানুয়ারি সোমবার ভোর ৬ টা থেকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে বিএনপি নেতাদের উদ্যোগে আয়োজিত উৎসবে অংশ নেন ২৬ সমাজের ৪৬০টি পরিবার। অনুষ্ঠানকে ঘিরে দূর-দূরান্ত থেকে গ্রামে আসেন জামাই-মেয়ে-নাতি-নাতনীসহ স্বজনরা।
গাঁওয়ালী শিরনিকে কেন্দ্র করে ভাতুরিয়া গ্রামে করা হয় ভোজের আয়োজন। সেই ২০০ বছর আগে থেকে এখন পর্যন্ত গ্রামবাসী প্রতিবছর দুবার এই উৎসব পালন করেন। প্রতি শীতকালে ঝাল এবং আষাঢ় মাসে মিষ্টি শিরনি করা হয়। উৎসব উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত সরকারের আমলে গ্রামবাংলার ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছিল। উৎসবগুলো ফিরিয়ে আনা হবে। বেশ কয়েক বছর ভাতুরিয়া গ্রামের গাঁওয়ালী শিরনি উৎসব বন্ধ ছিল। এখন থেকে প্রতিবছর এ আয়োজন করা হবে।
স্থানীয়রা জানান, গাঁওয়ালী শিরনি অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে জামাই-মেয়ে-নাতি-নাতনিসহ স্বজনরা গ্রামে আসেন। ভোজনের আয়োজন করা হয়। ফজরের নামাজের পর থেকে দিনভর চলে এই আয়োজন। পরিবারের সদস্য ও আগত অতিথিদের সংখ্যা ভেদে ৮ থেকে ১০টি পর্যন্ত ভোজের ভাগ দেন পরিবারপ্রধান। কেউ চাল কেউবা টাকা দিয়ে অংশ নিয়ে থাকেন।
দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম আনোয়ার জানান, একসময় বছরে দুইবার এই উৎসব পালন করা হতো। শীতকালে ঝাল এবং আষাঢ় মাসে মিষ্টি শিরনি হতো। উৎসবকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে তৈরি হতো ভাতৃত্বের বন্ধন। বসতো হরেক রকমের খাবার ও পণ্যসামগ্রীর মেলা। গাঁওয়ালী এই শিরনি উৎসবে ঈদের মতো আনন্দ হয়।
স্থানীয় ইউপি সদস্য নাদিম মাহমুদ জানান, দুইশ বছর আগে এই গ্রামে ডায়রিয়া-কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অনেক মানুষ মারা যায়। আতাব্দি ফকির নামে এক আলেমের পরামর্শে শিরনি উৎসব করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আক্রান্তরা। কিছুদিন পর গবাদি পশুও আক্রান্ত হলে একইভাবে খির শিরনি উৎসব করা হয়।
দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ভাতুরিয়া গ্রামের দেখাদেখি এখন আশপাশের গ্রামগুলোতেও গাঁওয়ালী শিরনির আয়োজন করা হয়। এবারের উৎসবে অংশ নিয়ে গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেছেন সাবেক ভূমি উপমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার আগমনে উৎসব আলাদা মাত্রা পেয়েছে।
চলারপথে রিপোর্ট :
কুমিল্লার দাউদকান্দি বারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোসা. শাহানাজকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে তাকে বারপাড়া ইউনিয়নের তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। দীর্ঘ ১১ মাস পর এ বছর জুন মাসের ২৬ তারিখে তার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ২৯ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) ওসি মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। এ মামলার ২৮ নম্বর আসামি হিসেবে তাকে রাতে গ্রেফতার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. শাহানাজকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক :
পিরোজপুরের ভান্ডারিয়ায় লুট হওয়া মালামালসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া বাসষ্টান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বরগুনার বামনা থানার ডুসখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের খানে ছেলে মো. বেল্লাল খান (৩৪) ও একই এলাকার মো. ইউনুস শিকদারের ছেলে হাসান শিকদার (২২)। আটক বেল্লাল খানের বিরুদ্ধে বামনা, কাঠালিয়া, রাজাপুর ও ভান্ডারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনে এ দুজন ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল। এ খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ চেক পোস্ট বসিয়ে তাদের ডাকাতির মালামালসহ আটক করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দুই ডাকাতকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা উন্নয়নের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজন করা এই কর্মসূচির সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান ফাহিম মুনতাসীর। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট এডহক কমিটির সদস্য শাহ আলম পালোয়ান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তিষা রানী পুদ্দার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী কাজী রায়হানসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা জানান, পূর্ববর্তী সরকারের সময়ে মেডিকেল কলেজ হাসপাতালের ঘোষণা দেওয়া সত্ত্বেও কার্যক্রম শুরু না হওয়ায় জেলার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে তারা উচ্চশিক্ষা বিস্তারের স্বার্থে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে ক্ষেতের শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ৯০ জন আহতের খবর পাওয়া গেছে। আজ ১০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রায় ৪ ঘণ্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। সবশেষ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (৩২), শাহ আলম (৩৫), রাব্বি মিয়া(১১), আমীর আলী (৩৫), মাসুক মিয়া (৪৫) ও সাহার আলী (১৮)।
সংঘর্ষের পর তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় রেফার্ড করা হয়েছে।
তাছাড়া সংঘর্ষে আহত অন্তত ৮১ জন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীঘর গ্রামে জমিতে শসা চাষ করেছিলেন সরকার বাড়ির বাসিন্দা জুয়েল। গত দুদিন আগে সেই ক্ষেত থেকে শসা খেয়ে ফেলেন গ্রামের বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয়। এ নিয়ে সোমবার রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
সবশেষ মঙ্গলবার সকালে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শসা খাওয়ার ঘটনার জেরে দেশীয় অস্ত্র নিয়ে সরকার বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে সোমবার রাতে সরাইলে একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।