অনলাইন ডেস্ক :
সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্যারিসের অদূরে পন্তার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহর পরিচালনায় দোয়া ও ইফতার পূর্ব স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, স্তা পৌরসভার কাউন্সিলর ও ‘অফিওরা’র নির্বাহী পরিচালক কৌশিক রাব্বানী খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, আইছা প্রো প্রফেশনাল সার্ভিস সভাপতি ওবায়দুল্লাহ কয়েস, সলিডারিতে আঁজি ফ্রঁস’র (সাফ) প্রেসিডেন্ট নয়ন এনকে, বিসিএফ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ’র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদ, বিসিএফ’র সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল কবির, এইড পয়েন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ফয়সাল আহমেদ, দেশ সার্ভিসের পরিচালক শাহজাহান আহমেদ, আদাপ প্রফেশনাল সার্ভিস সভাপতি ওয়াদুদ তানভীর, অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট মনোয়ার পাটোয়ারী, অনলাইন অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অনলাইন অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, বাংলা ভিশন ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা ও দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।
স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে ইফতার মাহফিল ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানবিক ও মননশীল সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুস্থ ধারার কমিউনিটি বান্ধব সাংবাদিকতার বিকল্প নেই।
আল আমিন :
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যাদের রক্ত-ঘামে অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
১১ মে রবিবার এবি পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কোট-টাই পরা মানুষের অবদানের চেয়ে আমার দেশের কৃষক, কৃষকের ছেলে যারা আপনারা প্রবাসে রয়েছেন ও কৃষকের মেয়ে আমাদের বোন যারা গার্মেন্টসে কাজ করেন, তাদের অবদান অনেক বেশি। আপনারা রক্ত ঘাম করে বিদেশ থেকে ডলার পাঠান আর বাংলাদেশের তথা কথিত সাহেবরা সেই ডলার পাচার করে ইউরোপ আমেরিকায় আয়েশী জীবনযাপন করছে। আমাদের শ্রমিক ভাইয়েরা সঠিক সময়ে পাসপোর্ট পাচ্ছেন না, পুরাতন পাসপোর্ট যথা সময়ে নবায়ন করতে পারছে না। দীর্ঘ দিন মালয়েশিয়ায় আমাদের শ্রম বাজার বন্ধ রয়েছে। তা উন্মুক্ত করা যাচ্ছে না। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা প্রথম যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলাম, প্রতিবাদ শুরু করেছিলাম ওই সময় অনেকেই আমাদেরকে বোকা মনে করতো। কিন্তু আমরা জানতাম কী করছি। আজ প্রমাণিত হয়েছে আমরা সঠিক ছিলাম। প্রবাসী ভাই-বোনেরা আপনারা যেহেতু উন্নত দেশে বসবাস করছেন, এর সুবিধা আপনারা জানেন। এখন আপনাদের দেশে বসবাসরত আত্মীয়-স্বজনদের বোঝাতে হবে, পুরাতন রাজনীতি দিয়ে আর দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তাদেরকে বলতে হবে নতুন রাজনীতি ও রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন, আমরা আমার বাংলাদেশ পার্টি গঠন করেছি সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক স্লোগান নিয়ে। প্রবাসী ভাইবোনদের যে সমস্ত সমস্যা শুনছি, তা নিয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে কথা বলবো। সমস্যার সমাধান না করলে তিনি কোনো ভাবেই দূতাবাসের কর্মকর্তা হিসেবে থাকতে পারেন না। আমরা চেষ্টা করছি মালয়েশিয়ার দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি, যেন নতুন করে দ্রুততম সময়ে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়।
সভাপতির বক্তব্যে ড. বেলাল বলেন, আমরা মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে চেষ্টা করছি। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সমস্যা নিয়ে দেশের ও মালয়েশিয়ার সরকারের সাথে কথা বলবো।
বক্তব্য রাখেন এবি পার্টির মালয়েশিয়া শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ড. মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. সোহেল মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় এবি পার্টি মালয়েশিয়া শাখার নারী বিষয়ক সম্পাদক শবনম রহমান, এনসিপি মালয়েশিয়া শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, যুগ্ম আহবায়ক প্রফেসর ড. মঈনুদ্দিন খন্দকার ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দাতুক হাজী সারোনি প্রমুখ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউল আজম সাকিব, বদরুল হুদা খান, এবি যুবপার্টির নেতা সাহেব আলী, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, মাহমুদুল হাসানসহ এবি পার্টি মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ ও মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :
যুক্তরাস্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসেরস নিরব রেস্টুরেন্টে গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কামাল উদ্দীন ও হুমায়ন কবিরের দুই পর্বে সভাপতিত্বে এবং কবির হোসেনের সঞ্চালনায় চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ এর দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন -লিয়াকত হোসেন মামুন।
বিশেষ অতিথি ছিলেন- হাজী আনোয়ার হোসেন লিটন, মোঃ হেলাল উদ্দিন, নুর আলম সেলিম, মোহাম্মেদ আলী, গোলাম কবির শিপন, বারাকাত শিউল, মোঃ ফারুক, নোমান সিদ্দীকি ।
প্রধান বক্তা ছিলেন-মাঈন উদ্দিন নটু।
প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন শরিফ হোসেন নিরব ও হুমায়ন বাংগালী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-যুক্তরাস্ট্রে বসবাসরত চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চাটখিল পৌরসভার ব্যক্তিবর্গ এর মাঝে বাহার, শওকত আকবর, সরাজ ইসলাম, শফিকুল ইসলাম, শিহাব বিন ওয়াছেক, আসিফ মাহবুব, রাশেদ আলম, শাহাদাত হোসেন টিটু, শাহাদাত হোসেন সুজন, মামুন, শামছুর রহমান, মিলন, আবু তাহের, রাজিব হোসেন, শাহরিয়ার হিমেল, মহসিন, নুরুল হুদা পিন্টু, মাহবুব আলম, আবদুর রহিম, নুর জালাল, ইসমাইল হোসেন পলাশ, নুর হোসেন মিঠু, মো. নাঈম, আব্দুল কুদ্দুস বাবু, মো: আল-আমিন, সঞ্জয় শীল, সবুজ হোসেন, আবদুর রহমান, ওমর ফারুক শরীফ, আরিফ হোসেন, আমিন উল্লাহ, আবু বক্কার সিদ্দিক, ইব্রাহিম খলিল, নুর হোসাইন, সজীব আহমেদ, লিটন চৌধুরী, শামীম হোসেন, কিরন, মো. জাবেদ, রবিউল হাসান সৈকত, বাদশা ফাহাদ, মোহাম্মাদ কাকন, সজীব, মিশু, রিয়াদ হোসেন, রফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত রাফি, জহিরুল ইসলাম সোহাগ, জামসেদ মজুমদার, হাছান আহম্মেদ, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ইয়াছিন, রমযান আলি রাশেদ, রবিউল হোসেন রাসেল, ফাহাদ, আমিন উল্যাহ, সাইফুল ইসলাম, সজীব, বিপ্লব, তারেক, জুয়েল, পিয়াল, হাসান, আরিফ হোসেন, নাঈম, ফয়সাল, সৈকত ফারুক, নিশাদ, জাহিদ, মুরাদ, জর্জ, সাব্বির, আবদুর রহমান, জাহিদ, তৌহিদ সহ চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সকলের উপস্থিতিতে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ এর দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন-
হুমায়ন কবির, লিয়াকত হোসেন মামুন, আনোয়ার হোসেন লিটন এবং মাঈন উদ্দিন নটু। নব মনোনীত আহবায়ক-হেলাল উদ্দিন ও সদস্য সচিব শরিফ হোসেন নিরব বলেন-আগামী কিছু দিনের মধ্যে আহবায়ক কমিটির ছবিসহ তালিকা প্রকাশ করা হবে।
নব মনোনীত দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পবিত্র রমযান মাসে ইফতার মাহফিলের মাধ্যমে সোসাইটির কার্যক্রম শুরু করবেন।
আপ্যায়ন শেষে হুমায়ন কবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান এর মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি’র পক্ষ থেকে গভীর শোক, শ্রদ্ধা এবং শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলটির নেতৃবৃন্দ এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান ছাত্র জীবন থেকেই দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়, বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গঠনে স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন, সংগ্রামে সংক্রিয়ভাবে নেতৃত্বদানের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ সহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে আমৃত্যু পযর্ন্ত তিনি আপোষহীনভাবে সোচ্চার ছিলেন। এসময় ওনার চিরবিদায়ে রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হলো। যা পূরণ হবার নয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন – জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি’র স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসাইন, যুক্তরাষ্ট্রে মূল ধারার রাজনীতিবিদ এডভোকেট মজিবুর রহমান, কেন্দ্রীয় প্রবাস বিষয়ক সম্পাদক আবদুল মালেক, যুক্তরাষ্ট্র জে এস ডি’র আহবায়ক এনামুল হায়দার, যুগ্ম আহবায়ক সামছুদ্দীন আহমেদ শামীম, তছলিম উদ্দিন খান, আরজু হাজারী, মোহাম্মদ রফিক উল্যাহ, তারেক হোসেন সদস্য হারুনুর রশীদ, মোহাম্মদ শরীফ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :
যুক্তরাস্ট্রের নিউইয়র্কের ব্রুকলীনের ওমর রেস্টুরেন্টে গত ১৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং শরিফ হোসেন নিরব ও কবির হোসেনের যৌথ সঞ্চালনায় ‘চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ-এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর সোসাইটির সভাপতি লিয়াকত আলী,এসএম রহমত উল্ল্যাহ, হুমায়ন কবির ও লিয়াকত হোসেন মামুন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন-হাজী আনোয়ার হোসেন লিটন,আবুল কাশেম,হারুনুর রশীদ বাবুল,নিজাম উদ্দীন,নুর নবী চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন-মাঈন উদ্দীন নটু ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন-রিয়াজ উদ্দীন চৌধুরী ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গণ্যমান্য অনেক
ব্যক্তিবর্গ ।
ইফতার মাহফিলে সকলের উপস্থিতিতে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ-এর আহবায়ক কমিটির করেন হুমায়ন কবির,লিয়াকত হোসেন মামুন এবং মাঈন উদ্দিন নটু।
সভায় সর্ব সম্মতিক্রমে হেলাল উদ্দিনকে আহবায়ক এবং শরিফ হোসেন নিরবকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহবায়ক কমিটি নাম ঘোষণা করেন।
কমিটির কর্মকর্তারা হলেন আহবায়ক হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আহবায়ক, নূর আলম সেলিম, যুগ্ম আহবায়ক ফারুক খান, নোমান সিদ্দিকী. হুমায়ুন বাঙ্গালী,আবিদ হোসেন মাসুদ,নূর জালাল স্বপন, মাসুদ রানা, মোঃ জাহাঙ্গীর, শফিকুল ইসলাম, রাশেদুল আলম,সাইফুল ইসলাম ও শাওন শুভ,সদস্য সচিব শরিফ হোসেন নিরব, যুগ্ম সদস্য সচিব, কবির হোসেন,সরাজ ইসলাম জাকির হোসেন জুপিটার ,সদস্য রিয়াজ উদ্দিন চৌধুরী, শাহজাহান ভূইয়া মিলন, আবু হানিফ, শওকত আকবর, এম এইচ রনি, ইসমাইল হোসেন, বিকাশ চন্দ্র দে ভুট্টো, গোলাম গউস রুবেল, মাহামুদুল মুরাদ, নাজমুল হুদা জর্জ, শাহাদাত হোসেন সুজন, শামসুল ইসলাম মিয়া তরুন, মোঃ মহসীন, ওমর ফারুক পলাশ, শিহাব বিন ওযাসেফ, মনজুর আলম মঞ্জ,আব্দুর রহিম, আলাউদ্দিন তরফদার, ইসমাইল হোসেন পলাশ, শাহরিযার আলম হিমেল, সামছুল আলম, আমিন উল্লাহ, মহিন উদ্দিন মামুন, মিঠু চৌধুরী লিটন, বিপ্লব খন্দকার, আসিফ মাহমুদ,নূর হোসেন, তানভীর হাসান রাজীব, আব্দুর রহমান, মোঃ সোহাগ, রাজীব হোসেন, জহিরুল ইসলাম সোহাগ,শওকত আলী,আব্দুল কাদের খোকন, মাকসুদুর রহমান কিরন, আব্দুল বাছেদ কাকন, আরিফে হোসেন,ওমর ফারুক শরীফ, আশরাফ উদ্দিন ফয়সাল, ইব্রাহিম খলিল, আবু বক্কর ছিদ্দিক, মোঃ রতন, কাজী জুয়েল, ফাহাদ হোসেন, মোহাম্মদ মিলন, ইয়াসিন আরাফাত রাফি, রিযাদ হোসেন, সজীব আহাম্মেদ, আনসার উ্দ্দিন জাবেদ, মাহবুব আলম, নুরুল হুদা, হাসান গাজী, আল আমিন, সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন সজীব, ইয়াসিন জনি, ইয়াসিন রবিন, আফজাল হোসেন পিয়াল, হাসান রতন, সাজ্জাদুল হাসান রনি, মুরাদ হোসেন, আহাম্মেদ বাবু, বাদশা ফাহাদ, মনির উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে।
নব নির্বাচিত আহবায়ক কমিটি পবিত্র রমযানে ইফতার ও দোয়ার মাহফিলের মাধ্যমে সোসাইটির আনুস্ঠানিক কার্যক্রম শুরু করেন।নতুন আহবায়ক কমিটি উপজেলার সকলকে নিয়ে দলমত নির্বিশেষে একসংঙ্গে কাজ করার অংঙ্গীকার করেন।
ইফতার ও ডিনার শেষে হেলাল উদ্দীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
অনলাইন ডেস্ক :
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সাওজছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
ব্যক্তিগত সমস্যার জের ধরে ১২ জানুয়ারি রবিবার স্থানীয় সময় বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন তারেক আহমেদ, সুমন (মিলফোন্তেজ), সামসুজ্জামান, গ্লিলমান, জামিল, জুবেল।
হামলার ব্যাপারে লিসবন প্রবাসী আব্দুস সালাম বলেন, আমি যতদূর জানি পর্তুগালের বেজা শহর বিএনপির সিনিয়র সভাপতি কামিল আহমেদ জন্মদিনের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে এবং লিসবনে এই নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক সময়ে সংঘর্ষ হয়।
এ বিষয়ে পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিএনপিতে কোনো সন্ত্রাসীর ছাড় নেই। যারা এই সন্ত্রাসী কর্মকান্ডের সাতে জড়িত কেউই পর্তুগাল বিএনপির কোন পদধারী নেতৃবৃন্দ না। তবে এই ঘটনায় পর্তুগাল বিএনপির কেউ এই রকম সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জরিত হলে সাংগঠনিক ভাবে যথাযত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দুই পক্ষের এই হামলার ঘটনায় পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি বাংলাদেশি এলাকায় রুয়াদো বেনফর্মোসোতে সারা দিন পর্তুগীজ টিভি চ্যানেল ও পুলিশের উপস্থিতি চোখে পরার মতো।